মধুপুর  সমতল গড়ে  অধিবাসী ও আদিবাসী জনগোষ্ঠির  দাবি  




  সম্প্রতি ২০১৯ সালে  বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত  মহিলা আসনে আওয়ামিলীগের মধুপুর উপজেলার মহিলা সম্পাদিকা, ও মধুপুর উপজেলা  মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস পিউ ফিলোমিনা ম্রং যেন একটি আসন পান । টাঙ্গাইল মধুপুর আদিবাসীদের প্রাণের দাবী তিনি যেন এই এলাকার আদিবাসীদের তথা আওয়ামি লীগের হয়ে কাজ করতে  পারেন । বাংলাদেশের জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিব এর সোনার বাংলা গড়তে একযোগে যেন কাজ করতে পারেন ।     







 

Post a Comment

Previous Post Next Post